অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া ঘর ভস্মীভূত, পুড়ে ছাই বাইক

আগরতলা, ১০ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই দুটি ঘর সহ একটি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই ওই ঘর। গতকাল গভীর রাতে ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর গ্রামের বাসিন্দা উৎপল কান্তি রায়ের বাড়ির একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎ করেই ওই ভাড়াটিয়া ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। তাঁদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা ছুটে গিয়েছেন। ওই সময় ভাড়াটিয়া ঘরে কেউ ছিল না বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে রাখা একটি বাইক।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply