ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু, প্রয়াত প্রাক্তন মিজোরাম ক্রিকেটার কে লালরেমরুয়াতা

আইজল, ১০ জানুয়ারি: মিজোরামে এক মর্মান্তিক ঘটনায় ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠেই প্রাণ হারালেন প্রাক্তন রাজ্য ক্রিকেটার কে লালরেমরুয়াতা। খালেদ মেমোরিয়াল ২য় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটে সাইরাং রেলওয়ে স্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে ভেংনুয়াই রেইডার্স ক্রিকেট ক্লাব (VRCC) ও চাউনপুই আইএলএমওভি সিসি-র মধ্যে ম্যাচ চলছিল। ভিআরসিসির হয়ে খেলতে নামা লালরেমরুয়াতা আচমকাই মাঠে অচেতন হয়ে পড়েন। আধিকারিকদের মতে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

কে লালরেমরুয়াতা মিজোরামের আইজলের কাছে মাউবক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দু’বার রঞ্জি ট্রফিতে মিজোরামের প্রতিনিধিত্ব করেন এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মোট সাতটি ম্যাচ খেলেছিলেন। উইকেটকিপার হিসেবে পরিচিত লালরেমরুয়াতা ২০১৮ সালে মেঘালয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ২০২২ সালে নাগাল্যান্ডের বিরুদ্ধে তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল।

রাজ্য ও স্থানীয় ক্রিকেট মহলেও তিনি ছিলেন পরিচিত মুখ। বছরের পর বছর বিভিন্ন ক্লাবের হয়ে খেলে মিজোরামের স্থানীয় ক্রিকেট পরিকাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি।

মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAM) লালরেমরুয়াতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এটি রাজ্যের ক্রিকেট মহলের জন্য অপূরণীয় ক্ষতি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “এই গভীর শোকের সময়ে তাঁর পরিবারের পাশে আমরা আছি। ঈশ্বর তাঁদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লালনঘিংলোভা হামারও শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-ও প্রাক্তন এই ঘরোয়া ক্রিকেটারের অকালপ্রয়াণে শোকজ্ঞাপন করেছে।

খেলার বাইরে ক্রিকেট প্রশাসনেও যুক্ত ছিলেন লালরেমরুয়াতা। তিনি সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন এবং মিজোরামে তৃণমূল স্তরে ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এই মর্মান্তিক ঘটনার জেরে বৃহস্পতিবার মিজোরামে নির্ধারিত একাধিক ম্যাচ বাতিল করা হয়েছে, যার মধ্যে খালেদ মেমোরিয়াল ২য় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টের ম্যাচগুলিও রয়েছে। সংশোধিত সূচি পরে জানানো হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

Leave a Reply