আগরতলা, ১০ জানুয়ারি : আমবাসা শহরের শান্তিপাড়া এলাকায় বসবাসকারী মানুষ দীর্ঘদিন ধরে বর্ষাকালে জলমগ্নতার সমস্যায় চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই এলাকার একাংশে জমে যেত হাঁটুসমান জল, যার ফলে বাড়িঘরে জল ঢুকে পড়া, যাতায়াতের সমস্যা ও নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় রাস্তার এক পাশে ইতিমধ্যেই কভার ড্রেন নির্মাণ করা হলেও অপর পাশে কভার ড্রেনের অভাবে প্রতি বর্ষায় বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ত। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন শান্তিপাড়ার বাসিন্দারা।
স্থানীয়দের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা মাথায় রেখে অবশেষে অপর পাশেও কভার ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার এই কাজের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শান্তিপাড়া এলাকা পরিদর্শনে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর দীপা দেব। পরিদর্শনকালে তিনি এলাকার জলনিকাশী ব্যবস্থা, রাস্তার অবস্থান ও সম্ভাব্য ড্রেন নির্মাণের স্থান সরেজমিনে খতিয়ে দেখেন এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
এদিন কাউন্সিলর দীপা দেব জানান, শান্তিপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করেই এই কভার ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব শীঘ্রই কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হবে এবং কাজ সম্পূর্ণ হলে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই কমবে।

