আগরতলা, ১০ জানুয়ারি: ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সম্প্রতি লক্ষ্য করেছে যে একজন ব্যক্তি নিজেকে প্রদেশের ভাবী সভাপতি হিসেবে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ও মণ্ডলে গিয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
দলের সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি ও অন্যান্য পদাধিকারীর নির্বাচন ও নিয়োগ একটি নির্দিষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। গঠনতন্ত্র বহির্ভূত এই ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং শৃঙ্খলাভঙ্গজনিত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আজ প্রদেশ বিজেপির তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
প্রদেশ সভাপতির নির্দেশক্রমে সকল জেলা সভাপতি, মণ্ডল সভাপতি ও কার্যকর্তাদের জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো প্রকার অপপ্রচার, ভ্রান্ত তথ্য প্রচার বা গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে অংশ নেওয়া বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ত্রিপুরা বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার বলেন, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে শৃঙ্খলা, ঐক্য ও গঠনতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা রেখে কাজ করবেন। অন্যথায় দলীয় আইন অনুযায়ী যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, দলের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিভ্রান্তিকর কার্যকলাপ থেকে দূরে থেকে দলের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষা করতে।

