নয়াদিল্লি, ৯ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ জানুয়ারি আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ১২ ও ১৩ জানুয়ারি ভারতে অফিসিয়াল সফরে আসবেন চ্যান্সেলর মের্জ। এটি তার ভারত সফরের প্রথমবারের মতো।
বৈঠকের সময়, দুই নেতা সবারমতি আশ্রম পরিদর্শন করবেন এবং সবারমতি রিভারফ্রন্টে আন্তর্জাতিক পাখি উড়ানোর উৎসবে অংশগ্রহণ করবেন। এরপর, তাদের আলোচনা হবে গাঁধীনগরের মহাত্মা মন্দিরে, যেখানে ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছরের অগ্রগতির পর্যালোচনা হবে।
এই বৈঠকে ভারত-জার্মানি সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর ওপর আলোচনা হবে। দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা এবং চলাচলের ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা, সবুজ এবং টেকসই উন্নয়ন, এবং জনসাধারণের সম্পর্কের ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর মের্জ আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর মত বিনিময় করবেন এবং দুই দেশের ব্যবসায়িক ও শিল্প নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন।

