মধ্যভূবন বন এলাকায় গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

আগরতলা, ৯ জানুয়ারি: আগরতলার মধ্যভূবন বন এলাকার বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির ঘর, আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়। পাশাপাশি জয়ন্ত রায়ের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার স্ত্রীর স্কুটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দ্রুত উপস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাকে ঘিরে জয়ন্ত রায় ও তার পরিবারের অভিযোগ, বাড়ির সামনে এলাকার কয়েকজন যুবক নিয়মিত মদ্যপান করত। বিষয়টি নিয়ে পরিবার পক্ষ থেকে আপত্তি জানানো হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই রাগ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

যদিও হামলার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply