গৃহমন্ত্রী অমিত শাহের আহ্বান: জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে মিশন মোডে অভিযান চালাতে হবে

নয়াদিল্লি, ৯ জানুয়ারি: কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী পরিকাঠামো এবং সন্ত্রাসী অর্থায়ন লক্ষ্য করে মিশন মোডে কৌশলগত সন্ত্রাস-বিরোধী অভিযান চালানো উচিত। তিনি জম্মু ও কাশ্মীরের বিষয়ে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক আহ্বান করেন এবং বলেন, সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় সম্পদ ব্যবহৃত হবে।

বৈঠকে, অমিত শাহ সব নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকতে এবং একত্রিতভাবে কাজ করতে নির্দেশ দেন যাতে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর অর্জিত অগ্রগতি বজায় রাখা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় গৃহসচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা বিভাগের প্রধান তপন কুমার ডেকা, এবং রাজ্য সরকারের মুখ্যসচিব ও ডিজিপি।

এছাড়া, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করতে চায়। তিনি আরও বলেন, মোদী সরকারের লাগাতার এবং সমন্বিত প্রয়াসের ফলে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী পরিবেশ ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং সন্ত্রাসবাদ বিরোধী শূন্য সহিষ্ণুতা নীতির প্রতি তাদের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply