দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

আগরতলা, ৮ জানুয়ারি: আজ দুপুরে বিশালগড়ের লালসিংমুড়া স্ট্যান্ড সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুইজন। পই দুর্ঘটনায় দু’জন বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন।

এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। আহত দু’জনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply