বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের কাউকে ছাড়া হবে না : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ জানুয়ারি: হেজারামায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের কাউকেই ছাড়া হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল সিমনার হেজামারা এলাকায় বিজেপি অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন মথার কর্মীরা তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আহত দুই বিজেপি কর্মীকে তাৎক্ষণিকভাবে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আজ সকালেও তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দের্ববমণের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু এবিষয় তাঁর সাথে কোনো কথায় হয়নি।

তাঁর কথায়, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও হিংসা ও সন্ত্রাস বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ ও প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে।

Leave a Reply