জিবিপি হাসপাতালে গুলিবিদ্ধ তরুণীর হৃদপিন্ডে সফল অস্ত্রোপচার

আগরতলা, ৭ জানুয়ারি:আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসকদের হৃদপিন্ডে সফল অস্ত্রোপচারে প্রাণ রক্ষা পেল এক তরুণীর। খুমুলুঙ এডিসির সদর দপ্তর এলাকার শ্যামানন্দ পাড়ার দীপালি দেববর্মা (৩০) নামে এক মহিলাকে তার ভাই গুরুতর আহত অবস্থায় গত ৩ জানুয়ারি ২০২৬ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে আসেন। তখন তার ভাই চিকিৎসকদের জনান যে, অসাবধানতাবশত বন্দুকের একটি গুলি দীপালি দেববর্মার শরীরে লাগে এবং তাতে তিনি জখম হয়েছেন।

এর সঙ্গে সঙ্গেই জিবিপি হাসপাতালে তাকে নিয়ে তিনি চলে আসেন। চিকিৎসকরা দ্রুত রোগীর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং মহিলার শারীরিক অবস্থার গুরুত্ব অনুধাবন করে চিকিৎসকরা তৎক্ষণাৎ হাসপাতালের সিটিভিএস  অ্যান্ড আইআর ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ সিটিভিএস সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের মতামত নেবার জন্য যোগাযোগ করেন। এরপর বিশেষজ্ঞ সিটিভিএস সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য মহিলার শারীরিক অবস্থার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি রোগীর চিকিৎসা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

সেই অনুযায়ী বিশেষজ্ঞ সিটিভিএস সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে দশ সদস্যক সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্টের সার্জিকেল টিম রোগীর হার্টে পেরিকার্ডিয়ামের মধ্যে বিদ্ধ হয়ে থাকা গুলিটি ক্যাথল্যাব এর ফ্লুরোসকপি যন্ত্রের দ্বারা ধাতব গুলিটি চিহ্নিত করেন এবং সেখান থেকে সফলভাবে বের করে আনেন। বর্তমানে রোগী সংকটমুক্ত এবং আইসিইউ-তে চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছে। উক্ত অস্ত্রোপচারে সিটিভিএস সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের সাথে অনান্য চিকিৎসকদের মধ্যে ছিলেন কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ রিমঝিম চাকমা, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত মণ্ডল, ওটি অ্যাসিস্ট্যান্ট ছিলেন জয়দীপ  চক্রবর্তী, অভিজিৎ রায়,  অন্নবাহাদুর জমাতিয়া, সৌরভ শীল,মৌসুমী দেবনাথ, ক্যাথলেব টেকনিশিয়ান  সঞ্জয় ঘোষ, অভিজিৎ পাল, ক্যাথলেব নার্স প্রাণকৃষ্ণ দেব, সৌরভ ত্রিপুরা,  দেবব্রত দেবনাথ প্রমুখ।

Leave a Reply