আগরতলা, ৭ জানুয়ারি: নতুন রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়ার পাশাপাশি রাতের আঁধারে নবনির্মিত রাস্তা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধলেশ্বর রোড–৭ সংলগ্ন এলাকায়, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। সম্প্রতি সরকার উদ্যোগ নিয়ে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করে এবং সেই অনুযায়ী এলাকায় কাজও এগোচ্ছিল। কিন্তু অভিযোগ, একাধিক দুষ্কৃতী নিয়মিতভাবে নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে নির্মীয়মাণ রাস্তার একটি অংশ ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া কোনওভাবেই বরদাস্ত করা যায় না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

