পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইসিসির সিনিয়র অবজারভার নিযুক্ত বিধায়ক সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব। সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র অনুমোদনে পশ্চিমবঙ্গের জন্য এআইসিসি সিনিয়র অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং দলীয় কর্মকাণ্ড তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিনিয়র অবজারভার নিয়োগ করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, বিধায়ক সুদীপ রায় বর্মণের এই দায়িত্ব প্রাপ্তি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply