আগরতলা, ৭ জানুয়ারি: দীর্ঘদিন ধরে চলা বিতর্ক ও প্রশাসনিক চাপের মধ্যেই অবশেষে পদত্যাগ করলেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র চেয়ারম্যান কর্নেল কুশ কুমার। জানা গিয়েছে, পোলো টাওয়ার হোটেল কাণ্ডের পর টিপিএসসি-র চেয়ারম্যানের কার্যকলাপ নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছিলেন।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর রাতে হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিটের পর মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তা কর্মী ও টিপিএসসি চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মার মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। ওই অনুষ্ঠানের পর মন্ত্রী সুশান্ত চৌধুরী তার গাড়ি হোটেলের সামনে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু হোটেলের সামনে গাড়ি দাঁড়িয়ে ছিল টিপিএসসি চেয়ারম্যানের। নিরাপত্তা কর্মী চেয়ারম্যানের গাড়ি সরানোর অনুরোধ করলে, তিনি গাড়ি সরানোর পরিবর্তে নিরাপত্তা কর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এই সময় চেয়ারম্যান জওয়ানের কলার ধরে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী সময়ে চেয়ারম্যান ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা পরীক্ষা করানো হয় এবং এরপর তাদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্রের খবর, ঘটনার পর থেকে রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৬ জানুয়ারি টিপিএসসি-র চেয়ারম্যান রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং ক্রমবর্ধমান বিতর্কের জেরেই তাঁকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছে।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে টিপিএসসি-কে ঘিরে ওঠা সাম্প্রতিক বিতর্কে এই পদত্যাগ গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

