সিপাহিজলা অভয়ারণ্যের গেটে বিদ্যুৎ পরিবাহী তারে ঝুলে মৃত বানর, বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জানুয়ারি: অভয়ারণ্যের মূল গেটের কাছে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিবাহী তারে ঝুলে রইল একটি বানরের মৃতদেহ। প্রকাশ্যে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা গেলেও বন দপ্তরের পক্ষ থেকে দীর্ঘ সময় কোনও পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে অভয়ারণ্যের গেট সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিবাহী তারে একটি বানর ঝুলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রাণীটি। কিন্তু দীর্ঘ সময় ধরে মৃত বানরটি সেখানেই ঝুলে থাকলেও বন দপ্তরের কোনও কর্মীকে উদ্ধার বা নামানোর উদ্যোগ নিতে দেখা যায়নি।

অভিযোগ, অভয়ারণ্যের ভেতরে থাকা বনকর্তাদের কাছে বিষয়টি জানানো হলেও তাঁরা সময়ের অভাবে দ্রুত ব্যবস্থা নিতে পারেননি। এতে ক্ষোভ বাড়ে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের মধ্যে। পর্যটন এলাকায় এমন দৃশ্য জনসাধারণের সামনে পড়ায় নিরাপত্তা ও বন দপ্তরের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply