আগরতলা, ৭ জানুয়ারি: ঘন কুয়াশার জেরে ফের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল বিশালগড়ে। বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাসে ধাক্কা দেয় বিএসএফের একটি গাড়ি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। সেই সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিএসএফের গাড়িটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বাস ও বিএসএফের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওই দূর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

