মালদহ, ৬ জানুয়ারি: ফের মালদহে গুলি চলল। গত বছরের জানুয়ারিতে মালদহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা দুলাল সরকারের। এবার, সেই জানুয়ারি মাসেই তৃণমূল কর্মী জামালুদ্দিন শেখ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় জামালুদ্দিন শেখকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।
গত বছরের ২ জানুয়ারি মালদহে প্রকাশ্যে গুলি চলেছিল, যার ফলে দুলাল সরকারের মৃত্যুর ঘটনা ঘটে। এবারে নতুন বছরের শুরুতেই মালদহের কালিয়াচক থানা এলাকায় তৃণমূল কর্মীর গুলি তৃণমূল কর্মীকেই। গুলিবিদ্ধ জামালুদ্দিন শেখের ছেলে সামিম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকেও গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে বাবর আলি এবং তাঁর ছেলে হেদায়েত, যারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শীতের মরসুমে জেলা জুড়ে ক্রিকেট খেলা চলছে এবং সেই খেলাকে কেন্দ্র করেই গণ্ডগোল বাঁধে। সোমবার ওই ক্রিকেট খেলা নিয়ে সালিশি সভা বসেছিল, যেখানে বিবাদ বাধে এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এই বিবাদের পরিণতি হিসাবে মঙ্গলবার গুলি চলেছে বলে মনে করা হচ্ছে।
জামালুদ্দিন শেখ এলাকার জলের বোতল বিক্রি করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোর সময়ই ওই বিবাদের জেরে তাঁকে গুলি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং তদন্ত চলছে। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, এই ঘটনার পর এলাকার তৃণমূল নেতাদের কেউ মুখ খোলেনি। জামালুদ্দিন শেখের পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে এসে কিছু বলতে চাননি। এলাকার মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে।

