নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি: ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই-এর উদ্যোগে রাজ্যজুড়ে ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণঅবস্থানসহ একাধিক আন্দোলনমূলক কর্মসূচি সংগঠিত করা হবে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
রাজ্যব্যাপী কর্মসূচির রূপরেখা তুলে ধরতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, টিওয়াইএফআই-এর সভাপতি কৌশিক রায় দেববর্মা এবং নেতা শান্তনু দেব।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্যে চরম অরাজকতা বিরাজ করছে। কর্মসংস্থানের অভাব, নেশা ও দুর্নীতি গোটা রাজ্যকে গ্রাস করেছে। মাফিয়া ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। সুশাসনের নামে রাজ্যে ‘জঙ্গলরাজ’ কায়েম হয়েছে বলে তারা অভিযোগ তোলেন। এই পরিস্থিতির প্রতিবাদেই ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তারা জানান, আগামী ৮ জানুয়ারি কুমারঘাটে প্রথম কর্মসূচি সংগঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। পাশাপাশি আগরতলাতেও কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন।
এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বলা হয়, পূর্বে চাকরি বাতিল করা হয়েছে এবং টিআরবিটিকে বিজেপির শাখা সংগঠন হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজ্যে প্রায় ৫০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণ করা হচ্ছে না। বেকার যুবকের সংখ্যা ক্রমশ বাড়ছে, একদিকে শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বহু পদ অবলুপ্ত করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে বিপুল পরিমাণে নেশা প্রবেশ করছে বলেও অভিযোগ করেন ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই নেতৃত্ব।
এই পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

