আগরতলা, ৫ জানুয়ারি: গত ৩ জানুয়ারি রাতে রাধাপুর থানা এলাকার খুমূলুঙ গ্রামে গুলিকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন দিপালী দেববর্মা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাধাপুর থানা এলাকার খুমূলুঙ-এর একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন এক মহিলা। ঘটনার পরই তদন্তে নেমে দিপালীর ভাই সারেন্দ্র দেববর্মাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে সারেন্দ্র দেববর্মাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই গুলিকাণ্ড এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

