শহরের উপকণ্ঠে এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৫ জানুয়ারি: শহরের উপকণ্ঠে এক তরুণী বধূর অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত কালীটিলা এলাকার রঞ্জিত সাহা রাবার বাগানে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীনগর থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত ওই রাবার বাগানে সোমবার সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক যুবক জানান, তিনি সকালে বাগানে গাছ কাটতে গিয়ে দেখতে পান একটি কুকুর মৃতদেহটিকে টানাহেঁচড়া করছে। বিষয়টি নজরে আসতেই তিনি তৎক্ষণাৎ শ্রীনগর থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মহিলাকে প্রথমে হত্যা করা হয়েছে এবং পরিচয় গোপন করার উদ্দেশ্যে পরে দেহে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ডগস্কোয়াড ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার বিবরণ খতিয়ে দেখছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কালীটিলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত ঘটনার কিনারা করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply