রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডেকে পাঠানো হয়েছে দিল্লি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা

কলকাতা, ৫ জানুয়ারি : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে ডেকে পাঠানো হয়েছে। দুপুর ১২ টার সময় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ভোটমুখী রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে। এছাড়া, জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছানো দুটি চিঠি নিয়েও আলোচনা হবে, যা রাজ্য ও কমিশনের মধ্যে চলমান উত্তপ্ত বিতর্কের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ।

গত রবিবারই সিইসি জ্ঞানেশ কুমার-কে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া করার অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, যদি রাজ্যের দাবিগুলি মানা না হয়, তবে এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে হবে। এরই মধ্যে, পাল্টা চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন এবং দাবি করেছেন, তৃণমূল ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে।

শুভেন্দু অধিকারী আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতেই প্রমাণ মিলছে যে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।” তার অভিযোগ, রাজ্য সরকার ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকানোর জন্য এসব প্রক্রিয়া চালাতে চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন যে, রাজ্যের নথি গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, রাজ্য সরকার ডোমিসাইল সার্টিফিকেট প্রদান করলেও, তা এসআইআর শুনানিতে গ্রহণ করা হচ্ছে না। মমতার অভিযোগ, কমিশন এক-একটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম প্রয়োগ করছে।

তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে বলেন, “বাংলার ক্ষেত্রে কেন আলাদা নিয়ম? প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার উত্তর দিতে হবে জ্ঞানেশ কুমারকে। এত মৃত্যু মিছিল বাংলায়, তার দায় কে নেবেন?”

এখন প্রশ্ন হলো, জাতীয় নির্বাচন কমিশন এই বিতর্কের মধ্যে কোন পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে পরিস্থিতি কিভাবে এগোবে, সেটাই দেখার বিষয়।

Leave a Reply