নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি: শীতের মরসুমে রাজ্যের আবহাওয়া ক্রমশ ঠান্ডা হয়ে উঠছে। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে চায়ের দোকানগুলিতেও বাড়ছে মানুষের ভিড়। সেই সময়োপযোগী মুহূর্তকে কাজে লাগিয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য বনমালীপুর বিধানসভা কেন্দ্রের আশ্রম চৌমুহনী এলাকায় ‘চায়ে পে চর্চা’-য় অংশ নিলেন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা, মণ্ডল সভাপতি অরিন্দম ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। চায়ের দোকানে বসেই রাজিব ভট্টাচার্য এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা পরিবেশে মতবিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন।
চায়ে পে চর্চার সময় রাজ্য বিজেপি সভাপতি বলেন, বনমালীপুর বিধানসভা এলাকায় সরকারি চাকরি নিয়ে তেমন কোনও চাপ নেই। তবে এলাকাবাসীর সাধারণ ও ন্যায্য কিছু দাবি রয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মানুষ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।
এদিন রাজিব ভট্টাচার্য আশ্বস্ত করে বলেন, এলাকার এইসব সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের দৈনন্দিন চাহিদা পূরণে সরকার সর্বদা আন্তরিক এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করা হবে বলেও তিনি জানান। এই ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা ও উৎসাহ লক্ষ্য করা যায়।

