আগরতলা পশ্চিম থানার হেফাজতে শাহাজান ইসলাম

আগরতলা, ৫ জানুয়ারি:মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মন্তব্য করার মামলায় অবশেষে পশ্চিম আগরতলা থানার পুলিশ তরুণ কংগ্রেস নেতা শাহাজান ইসলামকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ৮/৬/২০২৫ সালে সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস যুব নেতা শাহজান ইসলাম। এমনকি, তাঁদের বিরুদ্ধে ব্যক্তহগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি, তিনি পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেছিলেন। পরবর্তী সময়ে থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে জয়নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। ধৃত যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা সহ একাধিক ধারয় মামলা রয়েছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।

Leave a Reply