নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ জানুয়ারি: বিলোনিয়ায় কর্মরত এক প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম মিশ্রী পাসওয়ান (৪৭)। তিনি উত্তর প্রদেশের বারাণসী জেলার বাসিন্দা অবধেশ্বর পাসওয়ানের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, মিশ্রী পাসওয়ান আইএমডি-এর অধীন ওয়েদার রাডার (ডপলার) প্রকল্পে কর্মরত একজন প্রকৌশলী ছিলেন। তিনি ওয়েদার রাডার মেরবালিটা কোম্পানির মাধ্যমে কিল্লামুড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর সোনাইছড়ি কিল্লামুড়ার রেলওয়ে স্টেশন সংলগ্ন কোয়ার্টারে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ডপলার আবহাওয়া যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে মৃতের সহকর্মী ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
—————

