তেলিয়ামুড়ায় পুলিশের সাফল্য, পাঁচশো গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ৫ জানুয়ারি : সারারাজ্য জুড়ে অবৈধ গাঁজা চাষের রমরমা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। একের পর এক অভিযান চালিয়েও পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না এই বেআইনি কার্যকলাপে।

আজ তেলিয়ামুড়া থানার পুলিশের তরফে গোপন সূত্রে খবর পেয়ে লেম্বুছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিনটি পৃথক প্লটে অবৈধভাবে চাষ করা প্রায় পাঁচশো গাঁজা গাছ চিহ্নিত করে তা ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে গাঁজা চাষ চলছিল। বিষয়টি নজরে আসার পরই পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply