কাঁঠালিয়ায় পিঠে–পুলি উৎসব ঘিরে বাঙালি সংস্কৃতির উদযাপন, উপস্থিত সাংসদ ও রাজ্যপাল

আগরতলা, ৫ জানুয়ারি: শীতকাল এলেই বাঙালির জীবনে ফিরে আসে পিঠে–পুলির স্বাদ ও গন্ধ। খেজুর গুড়ের মিষ্টতা, ভাপা পিঠে, পাটিসাপটা ও নানা রকম ঐতিহ্যবাহী পিঠে যেন বাঙালি সংস্কৃতির শিকড়ের সঙ্গে এক গভীর আত্মিক যোগ তৈরি করে। শীতকাল ও বাঙালি সংস্কৃতি পিঠে–পুলির সুতোয় বাঁধা এক অটুট সম্পর্ক—এ কথাই আবারও প্রমাণ করল ধনপুরের কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত পিঠে–পুলি উৎসব (সিজন–২)।

এই চিরায়ত লোকসংস্কৃতিকে সম্মান জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁদের উপস্থিতিতে উৎসবের মর্যাদা ও তাৎপর্য আরও বৃদ্ধি পায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠে–পুলির প্রদর্শনী ও পরিবেশন দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এ ধরনের উদ্যোগ বাঙালির লোকসংস্কৃতি ও আত্মপরিচয়কে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পিঠে–পুলি উৎসবের মাধ্যমে বাঙালির লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের বার্তা নতুন করে তুলে ধরা হয়েছে। উৎসব ঘিরে এলাকায় সৃষ্টি হয় আনন্দ ও মিলনের আবহ, যা শীতের আমেজকে আরও রঙিন করে তোলে।

Leave a Reply