আগরতলা, ৫ জানুয়ারি : করবুক ব্লকের আনন্দবাজার থেকে করবুক হাসপাতাল পর্যন্ত প্রধান সড়কের বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। পাশাপাশি করবুক সিএনজি স্টেশনে দীর্ঘ এক মাস ধরে পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। সকাল প্রায় ৯টা নাগাদ করবুক আশ্রম স্কুলের সামনে রাস্তা অবরোধে বসেন অটো চালকরা।
অটো চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। পাশাপাশি সিএনজি স্টেশন বন্ধ থাকায় অটো চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, যার প্রভাব পড়ছে তাদের রুজি-রোজগারের উপরও। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান করবুক মহকুমার ডিসিএম অনুরাগ দেববর্মা। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অটো চালকরা সাময়িকভাবে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন।
তবে অটো চালকরা স্পষ্টভাবে জানিয়েছেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী ১২ জানুয়ারি থেকে আরও বড় ধরনের আন্দোলনে নামবেন তারা। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

