আগরতলা, ৫ জানুয়ারি: শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বাবুল মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ এলাকায়।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানের সময় বাংলাদেশি সন্দেহে এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি স্বীকার করে যে, সে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত বাবুল মিয়া কী উদ্দেশ্যে ভারতে এসেছে এবং কোন সীমান্ত এলাকা ব্যবহার করে সে ভারতে প্রবেশ করেছে—এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তাকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে কোনও দালালচক্র যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

