বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সফল জটিল প্রসব, জন্ম নিল যমজ পুত্র সন্তান

চড়িলাম, ৩ জানুয়ারি: বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক জটিল ও ব্যতিক্রমী প্রসব সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশির আবহ তৈরি হয়েছে। শুক্রবার আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ চড়িলাম বংশি বাড়ি সুতারমুড়ার বাসিন্দা বিনয় দেববর্মার স্ত্রী ইন্দ্রকন্যা দেববর্মা (৩৫) তীব্র প্রসব যন্ত্রণায় হাসপাতালে আসেন।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রোগীর আত্মীয়-পরিজনদের উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে চরম আর্থিক অনটনের কারণে বিষয়টি শুনে ইন্দ্রকন্যা দেববর্মা কান্নায় ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা যায়, তাঁদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের পক্ষে সম্ভব ছিল না।

পরিবারের পরামর্শক্রমে গভীর রাত প্রায় বারোটা নাগাদ বিনয় দেববর্মা তাঁর স্ত্রীকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। এরপর শুরু হয় চিকিৎসকদের জন্য এক কঠিন পরীক্ষা। কিছু সময় পর ইন্দ্রকন্যা দেববর্মা একটি সুস্থ ও ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। প্রথম শিশুটির ওজন ছিল প্রায় ৩ কেজি।

তবে এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরীক্ষা করে চিকিৎসকরা দেখতে পান, রোগীর গর্ভে আরও একটি সন্তান রয়েছে। পূর্বে কোনো সোনোগ্রাফি না হওয়ায় বিষয়টি চিকিৎসকদের কাছেও অপ্রত্যাশিত ছিল। কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হলেও চিকিৎসক দেববীর দাস পরিস্থিতি সামাল দেন।

অত্যন্ত কঠিন অবস্থার মধ্যেও চিকিৎসক দেববীর দাসের অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও সাহসিকতায় পরবর্তী সময়ে আরও একটি পুত্র সন্তানের সফল প্রসব হয়। দ্বিতীয় নবজাতকের ওজন ছিল প্রায় ২ কেজি ৫০০ গ্রাম। সফল এই প্রসবে মা ও দুই শিশুই নিরাপদ থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই।

উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এর আগেও একাধিকবার এ ধরনের জটিল ও ব্যতিক্রমী প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

বর্তমানে ইন্দ্রকন্যা দেববর্মা ও তাঁর দুই পুত্র সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে চিকিৎসক দেববীর দাস সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই জটিল পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।

এদিকে বিনয় দেববর্মা, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা চিকিৎসক দেববীর দাস, সিনিয়র নার্স পূরবী দেবনাথ সহ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply