বিজাপুর, ৩ জানুয়ারী : ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে অন্তত ১৪ মাওবাদী নিহত হয়েছেন। সংঘর্ষের স্থল থেকে অটোমেটিক অস্ত্র, সহ একে-৪৭ এবং ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে সুকমা জেলার কিস্তারাম থানা এলাকায় পলদী ও পটকাপল্লী অঞ্চল থেকে জেলা রিজার্ভ গার্ড সুকমার একটি টিম মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। পামলুর গ্রামে সংঘর্ষটি হয়। নিরাপত্তা বাহিনী ১২ মাওবাদীকে নিহত করতে সক্ষম হয়। নিহতদের মধ্যে কন্টা এলাকার কমিটির সেক্রেটারি মাঙ্গডু রয়েছেন। বাকিদের পরিচয় এখনও প্রমাণিত হয়নি।
এছাড়া, বিজাপুর জেলার দক্ষিণ অঞ্চলের এক বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা একটি সংঘর্ষে আরও ২ মাওবাদী নিহত হন। সকাল ৫টার দিকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর টিম অভিযানের জন্য অভিযান শুরু করে, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
গত বছরে ছত্তিশগড়ে ২৮৫ মাওবাদী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। এর মধ্যে ২৫৭ জন বাস্তার বিভাগে, এবং ২৭ জন গড়িবাঁদ জেলার গরিয়াবন্দ এলাকায় নিহত হয়েছিলেন।

