এক লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

আগরতলা, ২৯ ডিসেম্বর: গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থানার অফিসার ও স্টাফ, ৫ম ব্যাটেলিয়ান টিএসআর এবং ১৫ ব্যাটেলিয়ান মহিলা টিএসআর সদস্যদের যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে বিশালগড় থানাধীন চেলিখলা ও গজারিয়া এলাকায় এক লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ শনাক্ত করে তা সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে চলবে। অবৈধ মাদক চাষ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply