ময়মনসিংহে রেললাইন উপড়ে ফেলল দুষ্কৃতীরা, লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস

ময়মনসিংহ, ২৯ ডিসেম্বর : রবিবার রাতে দুষ্কৃতীরা ময়মনসিংহে রেললাইনের ২০ ফুট অংশ উপড়ে ফেলে। এর ফলে সোমবার ভোর ৫টার দিকে গফরগাঁও রেলস্টেশনের পূর্বে সালটিয়া মাঠখোলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়ে। স্থানীয়রা জানায়, রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা রেললাইনের নাট খুলে ফেলেছিল এবং পাতটি উপড়ে ফেলে। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার ‘প্রথম আলো’কে জানান, “ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। ট্রেন উদ্ধার হওয়ার পর রেললাইন মেরামত করা হবে এবং শিগগিরই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।”

এদিকে, ময়মনসিংহের ওই এলাকায় বিএনপির নির্বাচনী প্রার্থীদের মধ্যে বিরোধ চলছে এবং শনিবার ও রবিবারের পর সোমবারও প্রার্থীবদলের দাবিতে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তা ও ট্রেন অবরোধ শুরু করেন। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন লাইনের উপড়ে ফেলার ঘটনা রবিবার গভীর রাতে ঘটেছে এবং বিএনপির আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন রবিবার সকাল ৯টার পরে।

ময়মনসিংহ অঞ্চলে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল এবং এর পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply