অ্যাঞ্জেল চাকমার মৃত্যুতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর: প্রয়াত অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় ত্রিপুরা সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে। পাশাপাশি ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে, ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উত্তরাখণ্ড সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রয়াত অ্যাঞ্জেল চাকমার পরিবারের জন্য এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শোকের মুহূর্তে রাজ্য সরকার শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সরকারের মানবিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখছেন বিভিন্ন মহল।

Leave a Reply