সাংবাদিক প্রাণময় ও সুষময় সাহার মাতৃবিয়োগে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শোক

আগরতলা, ২৭ ডিসেম্বর: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিডব্লিউজে এ) গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক প্রাণময় সাহা ও সুষময় সাহার মাতৃবিয়োগে। শনিবার সকাল ৭:৪৫ নাগাদ ঝর্না রানী সাহা ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

মৃতার দুই ছেলে সাংবাদিক প্রাণময় সাহা ও সুষময় সাহা রাজ্যের দৈনিক সংবাদপত্র প্রভাতী সংবাদে কর্মরত।ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন প্রয়াতার আত্মার শান্তি কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Leave a Reply