আগরতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

আগরতলা, ২৮ ডিসেম্বর: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা অংশ নেন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দলের আদর্শ ও ইতিহাসের সঙ্গে যুক্ত মনীষীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গান্ধীঘাটে গিয়ে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজির সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষায় দলীয় আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply