আগরতলা, ২৮ ডিসেম্বর :মথা ও আইপিএফটি ছেড়ে একঝাঁক নেতৃত্ব আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আগরতলার বিজেপির প্রদেশ অফিস কুশাভাউ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অফিস সম্পাদক মিহির সরকার, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার—যিনি প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করেন—এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।
নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা স্তর থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা ও স্থিতিশীল শাসনের জন্যই এই যোগদান বলে তিনি উল্লেখ করেন।
এদিন মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেন বাপী রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানি দেববর্মা, বুধিরাম দেববর্মা প্রমুখ। মান্দাই ও সিমনা এলাকা থেকে এই নেতৃত্বরা বিজেপিতে শামিল হন। পাশাপাশি ৭২টি পরিবারের মোট ২৪৬ জন ভোটার এদিন বিজেপিতে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগত নেতৃত্ব ও কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিজেপি নেতৃত্বের আশা, এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে।

