ছৈলেংটা কর্মচারী সমন্বয় সমিতির অফিস থেকে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ২৭ ডিসেম্বর : ছৈলেংটা কর্মচারী সমন্বয় সমিতির অফিস থেকে আল্লাদি সরকার নামে এক বৃদ্ধার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে স্থানীয়রা অফিস কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পরিবারের সূত্রে জানা যায়, মৃত মহিলা আল্লাদি সরকার দুর্গা পূজার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষ থেকে সেই সময় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

এই ঘটনায় সমিতির অফিসে কীভাবে ওই বৃদ্ধা পৌঁছালেন এবং কতদিন ধরে সেখানে ছিলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারও যোগসূত্র আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

Leave a Reply