রাতের আঁধারে কৃষকের ফসল ধ্বংস, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ ডিসেম্বর: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডবে ফসল নষ্ট হয়ে গেল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে চড়িলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন উত্তর চড়িলাম রাঙ্গাপানিয়া নদীর তীরবর্তী এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম উত্তম সাহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা উত্তম সাহার চাষ করা জমিতে ঢুকে ফসল নষ্ট করে দেয়। সকালে মাঠে গিয়ে কৃষক উত্তম সাহা ফসলের এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই ফসল নষ্ট করা হয়েছে, যার ফলে তিনি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উত্তম সাহা জানান, এই ফসলের ওপরই আমার পরিবারের জীবিকা নির্ভর করে। রাতের আঁধারে এভাবে ফসল নষ্ট করে দেওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি।

ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Leave a Reply