আগরতলা, ২৬ ডিসেম্বর: ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের আবহ। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে রাজ্য সরকার।
২৬ ডিসেম্বর জারি করা সাধারণ প্রশাসন (রাজনৈতিক) দপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সমগ্র রাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময়কালে রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোনও ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ২৬ ডিসেম্বর ভোর ৩টা ৩০ মিনিটে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী ২৭ ডিসেম্বর শনিবার তাঁর মরদেহ বেঙ্গালুরু থেকে আগরতলায় আনা হবে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে ২৬ ডিসেম্বর রাজ্য সরকারের সমস্ত দপ্তর, সরকারি সংস্থা (পিএসইউ) এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়াত অধ্যক্ষকে শেষ শ্রদ্ধা জানাতে ২৭ ডিসেম্বর তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববন্ধু সেন ছিলেন ত্রিপুরা বিধানসভার ১১তম অধ্যক্ষ। তাঁর আকস্মিক প্রয়াণে রাজ্য এক অভিজ্ঞ, সংযত ও জনপ্রিয় জননেতাকে হারাল বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর মৃত্যুতে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব—সর্বস্তরেই শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।

