ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর:
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ও ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দলীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক তিনটায় বহিঃরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রদেশ বিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়, একজন আদর্শ জনপ্রতিনিধি, দক্ষ সংসদীয় নেতা ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে স্বর্গীয় বিশ্ববন্ধু সেন রাজ্যের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিশ্ববন্ধু সেনের জন্ম ১৯৫৩ সালের ২৩ মে, ধর্মনগরের জয় হিন্দ রোডের সেন পরিবারে। তাঁর পিতা ছিলেন কালী মোহন সেন এবং মাতা প্রতিভা রাণী সেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

২০০৮ সালে ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের মাধ্যমে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৩ সালেও একই কেন্দ্র থেকে পুনরায় জয়ী হন। ২০১৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও পুনরায় বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ত্রিপুরা বিধানসভার ১১তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সুনামের সঙ্গে সেই দায়িত্ব পালন করেন।

এই গভীর শোকের মুহূর্তে বিজেপি, ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট প্রার্থনা জানানো হয়েছে।

Leave a Reply