কৈলাসহরে ইলেকট্রিক অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য

আগরতলা, ২৬ ডিসেম্বর: কৈলাসহর কোর্ট সংলগ্ন এলাকায় একটি ইলেকট্রিক অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায়! শহর উত্তরাঞ্চলের দিক থেকে আসা একটি ইলেকট্রিক অটো এবং শহর থেকে উত্তরাঞ্চলের দিকে যাওয়া একটি বাইকের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটো চালক, বাইক চালক এবং অটোতে থাকা দুই যাত্রী আহত হন।

জানা গেছে, অটোতে থাকা মোট পাঁচ যাত্রীর মধ্যে চালকসহ দুই যাত্রীর আঘাত গুরুতর হলেও বাকি তিনজন তুলনামূলকভাবে অল্প আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, গুরুতর আহত অটো চালকের নাম আব্দুল, তাঁর বাড়ি শহর উত্তরাঞ্চলের মাগুরউলি এলাকায়।তবে অন্যদের নাম জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply