আগরতলা, ২৫ ডিসেম্বর : উদয়পুরে তিনজন বাংলাদেশি যুবকসহ এক টাউটকে আটক করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ধ্বজনগর এলাকায় কিছু ব্যক্তি ঘোরাঘুরি করছেন। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে মোট চারজনকে আটক করা হয়েছে। ধৃত টাউট কিল্লার বাসিন্দা। ধৃত বাংলাদেশীরা হলেন, মহম্মদ আনামূল হক, মহম্মদ কালু এবং মহম্মদ আসরাফিল। আটক বাংলাদেশি যুবকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে উদয়পুর এলাকায় অবস্থান করছিল। তাদের সঙ্গে থাকা টাউট অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে আটক হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা সীমান্ত পারাপার এবং থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
ঘটনার পর ধৃতদের রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

