আগরতলা, ২৩ ডিসেম্বর : পিত্রা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এখন কার্যত নির্মাণ সামগ্রীর স্টোরে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রের ভেতরে ইট, বালি ও অন্যান্য নির্মাণ সামগ্রী মজুত থাকায় চরম ঝুঁকির মধ্যে চলছে শিশুদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম।
অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে একাধিক নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। যে পরিবেশে ছোট শিশুদের থাকার কথা, সেখানে এভাবে নির্মাণ সামগ্রী রাখা অত্যন্ত বিপজ্জনক বলে মত তাঁদের।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

