লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা, ২৩ ডিসেম্বর: মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠবর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করল পুলিশ। এদিন দুপুর বারোটায় যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টিএসআর জওয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের এডিসি ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাঁজা গাছ ধ্বংস করা হয়।
তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়।

ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়।
এদিন নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২টি গাঁজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ ধ্বংস করা হয়েছে। এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Leave a Reply