আগরতলা, ২৩ ডিসেম্বর : খোয়াই জেলার মহাদেবটিলা এলাকায় গভীররাতে খড়ের স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে রঞ্জিত কুমার দাসের বাড়িতে জমা করে রাখা খড়ের স্তুপে আচমকা আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতা দেখে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে রঞ্জিত কুমার দাসকে ডেকে তোলেন। ঘুম ভেঙে তিনি দেখতে পান, তার বাড়িতে সঞ্চিত খড়ের স্তুপে আগুন লেগে ব্যাপকভাবে জ্বলছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত দলকল বিভাগে জানানো হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
যদিও আর্থিক ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম, তবে রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, ওই খড়ই ছিল তার গবাদি পশুর প্রধান খাদ্যের উৎস। খড় সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় এখন পশুখাদ্যের ব্যবস্থা নিয়ে তিনি গভীর চিন্তায় রয়েছেন। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

