এসআইআর ও শ্রম কোড বাতিলের দাবিতে চার ঘন্টার গণঅবস্থান ত্রিপুরা পিপলস পার্টি ও গণ মঞ্চের

আগরতলা, ২২ ডিসেম্বর: কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ত্রিপুরা পিপলস পার্টি ও গণ মঞ্চের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আজ চারঘন্টার গণঅবস্থান সংগঠিত করেছে।

সংগঠন এক নেতৃত্ব জানান, দেশ আজ গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। অভিযোগ, জনগণের ভোটে নির্বাচিত সরকার ফ্যাসিবাদী কায়দায় বেসরকারিকরণ, মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, শিক্ষার গেরুয়াকরণ, কৃষক ও শ্রমিক বিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনকে ক্রমশ বাড়িয়ে তুলছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চালু করে কোটি কোটি বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিহার বিধানসভা নির্বাচনে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার অধিকাংশই আদিবাসী, দলিত, ওবিসি, সংখ্যালঘু এবং বিরোধী রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত। একই প্রক্রিয়া ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামসহ একাধিক রাজ্যে শুরু হয়েছে বলে অভিযোগ। সংগঠনগুলির মতে, এর মূল উদ্দেশ্য বিজেপির ক্ষমতা দখল ও টিকিয়ে রাখা এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা।

এছাড়াও কেন্দ্র সরকারের আনা নতুন শ্রম কোডকে শ্রমিক স্বার্থবিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে। অভিযোগ, এই শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন, ধর্মঘট এবং ন্যূনতম মজুরি নিয়ে দরকষাকষির অধিকার খর্ব করা হয়েছে। একই সঙ্গে কৃষি বীজ ও বিদ্যুৎ বিলকেও কৃষক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী বলে দাবি করা হয়েছে।

রাজ্য সরকারের বিরুদ্ধেও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তুলে সংগঠনগুলি জানিয়েছে, শ্রমিক, কৃষক, ছাত্র-যুব, মহিলা, ওবিসি, তপশিলি জাতি, জনজাতি ও সংখ্যালঘুদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে এবং প্রতিবাদী আন্দোলনের উপর দমন-পীড়ন বাড়ছে।

এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া বাতিল, শ্রম কোড প্রত্যাহারসহ একাধিক দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গণঅবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। উক্ত গণঅবস্থানকে সফল করে তুলতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply