আগরতলা, ২০ ডিসেম্বর : তেলিয়ামুড়ায় এক মহিলা যাত্রীর সঙ্গে বাস কন্ডাক্টরের তীব্র বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করার প্রতিবাদে আজ চন্দ্রপুর আইএসবিটি থেকে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, গতকাল তেলিয়ামুড়া রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে মহিলাকে শরীরে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক কন্ডাক্টরের বিরুদ্ধে। ওই বিষয়কে কেন্দ্র করে মহিলা যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের ঝামেলা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উত্তেজনা ছড়ায়। পরে মহিলা যাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে থানায় নিয়ে যায়। ওই ঘটনার প্রতিবাদে বাস মালিক ও কর্মীদের একাংশ চন্দ্রপুর আইএসবিটি থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর জেরে চন্দ্রপুর আইএসবিটি থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী, অফিসযাত্রী, পড়ুয়া এবং দূরপাল্লার যাত্রীরা। অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে বাসস্ট্যান্ডে আটকে পড়েন। বিকল্প পরিবহণের অভাবে সমস্যায় পড়েন বৃদ্ধ, মহিলা ও শিশুরাও।
বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের অভিযোগ, ব্যক্তিগত ঘটনার জেরে পুরো বাস পরিষেবা বন্ধ করে দেওয়া অনুচিত। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিও জানান তাঁরা।

