ধর্মনগর, ১৮ ডিসেম্বর: ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকার মৃত্যু কাণ্ডে বড় সাফল্য পেল ধর্মনগর পুলিশ। ঘটনার মূল তিন অভিযুক্তকে আসাম রাজ্যের শ্রীভূমি জেলার রেলস্টেশন এলাকা থেকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর অভিযুক্তদের প্রথমে চুড়াইবাড়ি থানায় আনা হয়। তবে ঘটনাকে ঘিরে জনরোষ ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরাসরি জেলা দায়রা আদালতে তোলা হয়। এ সময় আদালত চত্বরে ধর্মনগরের যুবসমাজের একাংশ ও ডেলিভারি কর্মীদের উপস্থিতিতে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার। আদালতে মামলার শুনানি গ্রহণ করেন সিজিএম দেবলীনা কিলিকদার। অভিযুক্তদের নাম সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য।
সূত্রের খবর, ক্রমবর্ধমান জনরোষের প্রেক্ষিতে অভিযুক্তদের আদালত থেকে সরাসরি জেলে পাঠানো হতে পারে। প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে ন্যায়বিচারের দাবিতে এলাকাজুড়ে এখনও চাপা ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, ডেলিভারি সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে প্রসেনজিৎ সরকারের সঙ্গে অপমান ও মারধরের অভিযোগ ওঠে। এর পরই তাঁর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ধর্মনগরসহ আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ও প্রতিবাদের সৃষ্টি হয়। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে পথে নামেন সাধারণ মানুষ।
এদিকে পুলিশ আধিকারিক সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান। ধর্মনগরে জাস্টিস এর জন্যে যেভাবে হিংসাত্মক ঘটনা সংঘটিত হচ্ছে তা থেকে বিরত থাকতে বলেন। পাশাপাশি প্রশাসন ও আইনের উপরে আস্থা রেখে অপেক্ষা করার আহ্বান ও জানান।

