প্লাস্টিক মুক্ত ঊনকোটি জেলা গড়ার লক্ষ্যে ঐতিহাসিক উদ্যোগ জেলা প্রশাসনের

আগরতলা, ১৮ ডিসেম্বরে: ঊনকোটি জেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ গোটা জেলায় একযোগে বসানো হয়েছে প্রায় পঞ্চাশ হাজার ডাস্টবিন তথা প্লাস্টিক বর্জ্য বিন। এই কর্মসূচির মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৈলাসহরের গৌরনগর বাজার শেডে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান, স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর অধিকর্তা কুন্তল দাস, পানীয় জল, স্যানিটেশন ও সহায়তার অধিকর্তা মনোরঞ্জন দেববর্মা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর গৌরনগর বাজার এলাকায় প্লাস্টিক বর্জনের আহ্বানে একটি সুসজ্জিত র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে অতিথিরা গৌরনগর বাজার এলাকায় প্লাস্টিক বর্জ্য বিন তথা ডাস্টবিন স্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক ডক্টর তমাল মজুমদার বলেন, প্লাস্টিক মুক্ত ঊনকোটি জেলা গড়ার লক্ষ্যে জেলার অধীনস্থ সকল গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ সহ মোট ৯২টি পঞ্চায়েত এলাকা এবং কৈলাসহর ও কুমারঘাট পুর পরিষদ এলাকায় প্রায় পঞ্চাশ হাজার ডাস্টবিন বসানোর কাজ বৃহস্পতিবারের মধ্যেই সম্পন্ন করা হবে। জেলার প্রতিটি বাড়ি, সরকারি ও বেসরকারি দপ্তর, দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে এই ডাস্টবিন বসানো হবে।

তিনি আরও জানান, শুধুমাত্র ডাস্টবিন বসানোই নয়, গোটা ঊনকোটি জেলা জুড়ে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে এবং সাধারণ মানুষকে বিষয়টি বোঝানো হচ্ছে। রাজ্যের মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে উল্লেখ করেন তিনি। মূলত জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগকে সকল অতিথিরাই স্বাগত জানান।

এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্ব-সহায়ক দলের মহিলা সদস্য এবং বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা সক্রিয়ভাবে মাঠে নেমেছেন।

গৌরনগর বাজারের অনুষ্ঠান শেষে জেলাশাসক সহ অন্যান্য অতিথিরা ঊনকোটি পর্যটন কেন্দ্রে গিয়ে ডাস্টবিন বসান। পরবর্তী সময়ে জেলাশাসক বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ, কুমারঘাট ও পেচারতল ব্লক এলাকাতেও ডাস্টবিন বসানোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

Leave a Reply