আগরতলা, ১৮ ডিসেম্বর : সোনামুড়া মহকুমা জুড়ে সিপিআইএম দলের বাৎসরিক অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও দলীয় কর্মীরা সংগঠিতভাবে বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহের কাজে যুক্ত হচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, এবছর এই অভিযানে সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া ও সহানুভূতি মিলছে।
বৃহস্পতিবার সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তপন দাসের নেতৃত্বে পূর্ব নলচর গ্রামে অর্থ সংগ্রহ অভিযান পরিচালিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কর্মীরা বাড়ি বাড়ি যান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এতে মানুষের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা গেছে।
প্রাক্তন নলচর বিধানসভার বিধায়ক তপন দাস এদিন জানান, কমিউনিস্ট পার্টি পরিচালনার ক্ষেত্রে প্রতিবছর জনগণের কাছ থেকেই অর্থ সংগ্রহ করা হয়। এই অর্থ দিয়েই সারা বছর দলের সাংগঠনিক ও রাজনৈতিক কাজ পরিচালিত হয়। বিগত কয়েক বছরে নানা জটিলতার কারণে মানুষের কাছে পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষ তাঁদের নানান সমস্যার কথাও দলের কাছে তুলে ধরছেন, যা ভবিষ্যতে আন্দোলন ও কর্মসূচির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই অর্থ সংগ্রহ অভিযানে নলচর অঞ্চল সম্পাদক প্রণব দেবনাথ, মহকুমা কমিটির সদস্য বিকাশ দাস, নিখিল দেবনাথ, প্রাণতোষ দাস, সঞ্জীব দাস সহ আরও বহু দলীয় কর্মী উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে দলীয় কর্মীদের উপস্থিতি ঘিরে যে উৎসাহ ও আগ্রহ দেখা গেছে, তা অত্যন্ত ইতিবাচক বলেই জানান দলীয় নেতৃত্ব।

