আগরতলা, ১৭ ডিসেম্বর : ঊনকোটি জেলাকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশ সচেতন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ‘প্লাস্টিক ফ্রি উনকোটি’ অভিযান। এই উপলক্ষে ঊনকোটি জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ডক্টর তমাল মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে এই অভিযানের সূচনা করা হবে। অভিযানের প্রথম দিনেই জেলাজুড়ে ৫০ হাজার প্লাস্টিক ও শুকনো বর্জ্যের ডাস্টবিন বসানো হবে।
তিনি জানান, কুমারঘাট ব্লক এলাকায় ১১ হাজার, গৌরনগর ব্লকে ৫ হাজার, চন্ডীপুর ও পেঁচারথল ব্লকে ৪ হাজার করে এবং কৈলাসহর ও কুমারঘাট পুর এলাকায় ৫ হাজার করে ডাস্টবিন বসানো হবে। বাকি ডাস্টবিনগুলি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে স্থাপন করা হবে।
জেলাশাসক আরও বলেন, জেলার বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র চালু করা হচ্ছে এবং স্বচ্ছতা কর্মী নিয়োগ করা হয়েছে। বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি জানান, জেলার প্রতিটি ব্লকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ে তোলা হচ্ছে। কুমারঘাট ব্লকের ইউনিট ইতিমধ্যেই চালু হয়েছে। পেঁচারথল ব্লকের ইউনিট ১৮ ডিসেম্বর উদ্বোধন করা হবে। কৈলাসহর ও কুমারঘাট পুর এলাকায় টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টার ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, এই অভিযান শুধুমাত্র প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য নয়, বরং জেলার সর্বত্র দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার একটি স্থায়ী সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য। তিনি এই উদ্যোগকে সফল করতে সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক প্রচারের আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা ও কমলেশ ধর, গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী, চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ অন্যান্য আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ডক্টর তমাল মজুমদার আরও জানান, প্লাস্টিক মুক্ত জেলা গড়ে তুলতে এত বড় উদ্যোগ গ্রহণ সম্ভবত ত্রিপুরা রাজ্য তথা গোটা ভারতবর্ষে এই প্রথম।

